বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনে পুলিশ মোতায়েন করল জার্মানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৬ এএম
জার্মান পুলিশ
expand
জার্মান পুলিশ

ফিলিস্তিন ভূখণ্ডে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠনে সহায়তার অংশ হিসেবে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ ও আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জেরুজালেমে অবস্থান নিয়েছে ফেডারেল পুলিশের চার সদস্যের একটি বিশেষ দল। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়াতে কাজ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী ডব্রিন্ডট বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তির জন্য একটি শক্তিশালী ও দক্ষ পুলিশ বাহিনী অত্যন্ত জরুরি। সেই কারণেই অভিজ্ঞ কর্মকর্তাদের একটি টিমকে জেরুজালেমে পাঠানো হয়েছে, যারা স্থানীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও কাঠামোগত সহায়তা দেবে।

তিনি আরও জানান, জার্মানি গত ১৫ বছর ধরে ফিলিস্তিনি নিরাপত্তা খাতের উন্নয়নে কাজ করছে। নতুন এই মিশন সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য—ফিলিস্তিনে টেকসই শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় বাহিনীর সক্ষমতা বাড়ানো।

সংবাদ সূত্রে জানা যায়, সম্প্রতি গঠিত চার সদস্যের এই দলটি ওএসসি (অফিস ফর সিকিউরিটি)–এর অধীনে কাজ করছে এবং তারা প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিনে তাদের কার্যক্রম শুরু করেছে।

এছাড়া, জার্মানির অংশগ্রহণে আরেকটি ইইউ মিশন ইইউপল কপস আগামী জানুয়ারিতে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। এটি পশ্চিম তীরে ফিলিস্তিনি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়নে কাজ করে থাকে। সর্বশেষ একজন জার্মান পুলিশ কর্মকর্তা গত অক্টোবরের শেষ পর্যন্ত ওই মিশনে কর্মরত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন