বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন সেনাঘাঁটির কাছে অজ্ঞাত ড্রোন, ন্যাটোর পাল্টা ব্যবস্থা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম
expand
মার্কিন সেনাঘাঁটির কাছে অজ্ঞাত ড্রোন, ন্যাটোর পাল্টা ব্যবস্থা

ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে রুশ সীমান্তের কাছে মার্কিন সেনাদের অবস্থানরত একটি ঘাঁটির কাছাকাছি কয়েকটি অজ্ঞাতপরিচয় ড্রোন উড়তে দেখা গেছে। এর মধ্যে অন্তত একটি ড্রোন গোলাবর্ষণ করে ভূপাতিত করা হয়েছে, তবে তা এখনও উদ্ধার করা যায়নি।

ঘটনাটি ঘটেছে ক্যাম্প রিডো নামের মার্কিন সেনাঘাঁটিতে, যেখানে বর্তমানে ৭ম ক্যাভালরি রেজিমেন্টের ৫ম স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। এই ইউনিটটি ফেব্রুয়ারিতে ৩০তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সেনাদের প্রতিস্থাপন করেছে।

এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লিস ভাকসম্যান স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, “১৭ অক্টোবর বিকাল ৪টা ৩০ মিনিটে মিত্র বাহিনীর ২য় ইনফ্যান্ট্রি ব্রিগেড ক্যাম্পের আশপাশে একাধিক ড্রোন শনাক্ত করা হয়। এর মধ্যে একটি ড্রোনকে **অ্যান্টি-ড্রোন রাইফেল ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে।”

ঘটনার পর নাটো তাদের পূর্ব সীমান্তে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে।

এর আগে, ৯ সেপ্টেম্বর পোল্যান্ড অভিযোগ করেছিল, এক ডজনের বেশি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং তারা রাশিয়াকেই দায়ী করেছিল। এক সপ্তাহ পর আরও একটি ঘটনায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, রাজধানী ওয়ারশের সরকারি ভবনের ওপর ড্রোন ওড়ানোর ঘটনায় দুজন বেলারুশ নাগরিককে আটক করা হয়েছে। মস্কো উভয় ঘটনার সঙ্গেও নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

এরপর ১৯ সেপ্টেম্বর এস্তোনিয়া দাবি করে, তিনটি রুশ মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে এবং সেখানে দশ মিনিটেরও বেশি সময় অবস্থান করে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই ফ্লাইট আন্তর্জাতিক আইনের যথাযথ অনুসরণে পরিচালিত হয়েছে এবং কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি।

বর্তমানে, সাম্প্রতিক ড্রোন ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ বা রাশিয়ার মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মেহের নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন