বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশে চাঁদাবাজের জায়গা হবে না: মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম
সংসদ সদস্য পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী
expand
সংসদ সদস্য পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী

বাংলাদেশের উন্নয়নকে গতিশীল করতে হলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছে, তাদের অনেকেই দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আমাদের উন্নতির সবচেয়ে বড় অন্তরায়।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর দেশের মানুষ পরিবর্তনের পথে হাঁটছে। নতুন বাংলাদেশ গঠনের যাত্রায় কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা হবে না। জনগণ এখন ন্যায় ও জবাবদিহিতার রাজনীতি চায়।”

জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীই একমাত্র দল যা দায়িত্ব পালনকালে স্বচ্ছতা ও সততার উদাহরণ স্থাপন করেছে। “জামায়াতের নেতৃত্ব প্রমাণ করেছে, সদিচ্ছা থাকলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা সম্ভব,” বলেন তিনি।

তিনি আরও যোগ করেন, “আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে নেতৃত্ব আসবে সততা, দক্ষতা ও জনগণের আস্থার ভিত্তিতে। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে দেশপ্রেমিক ও জবাবদিহিমূলক নেতৃত্বের হাতে।”

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আরিফ বিল্লাহ, এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল আমিন ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন