

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মতবিনিময় সভায় জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, জামায়াতে ইসলামিকে ভোট দেওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধ নয়।
শুক্রবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় আয়োজিত ওই সভায় তিনি বলেন, “নির্বাচনের সময় অনেক দল নিজেদের ইসলামের প্রতিনিধি হিসেবে তুলে ধরে, কিন্তু কেউ কেউ ধর্মের সীমা অতিক্রম করে। কেউ রোজা-পূজাকে এক করে ফেলে, কেউ আবার মন্দিরে গিয়ে পাঠ করে—এসব ইসলামী আদর্শের পরিপন্থী।”
জামায়াতের সমালোচনায় তিনি আরও বলেন, “ন্যায়বিচারের পাল্লা সোজা থাকলে তবেই ন্যায় হয়, নিচে বাটখারা থাকলে নয়। ইসলামও তেমন—বিকৃত ব্যাখ্যায় পরিচালিত হলে তা প্রকৃত ইসলাম থাকে না। আমরা মদীনার ইসলামে বিশ্বাসী, বিকৃত ধারার জামায়াতে ইসলাম নয়। তাই তাদের ভোট দেওয়া বৈধ নয়।”
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে কাসেমী বলেন, “আগের সংসদ সদস্য এলাকায় অনুপস্থিত থাকায় উন্নয়ন হয়নি। সামান্য বৃষ্টিতেই ফতুল্লা পানিতে তলিয়ে যায়। আমি নির্বাচিত হলে জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে কাজ করব—না পারলে এখানেই থাকব।”
তিনি আরও বলেন, “যারা আওয়ামী লীগ করেন কিন্তু অন্যায় বা দখলবাজির সঙ্গে জড়িত নন, তাদের মর্যাদা দেওয়া হবে। তবে চাঁদাবাজি ও সন্ত্রাসে যুক্ত কেউ ছাড় পাবে না।”
সভায় উপস্থিত ছিলেন জমিয়ার সহকারী মহাসচিব মুফতি বশির উল্লাহ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী ও ফতুল্লা থানা সভাপতি মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ প্রমুখ।
মন্তব্য করুন
