বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করল স্পেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১১:০৭ এএম আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম
expand
ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করল স্পেন

গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বুধবার (৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ বা সামরিক প্রযুক্তি বিক্রি বা ক্রয় করবে না স্পেন। একই সঙ্গে ইসরায়েলগামী কোনো সামরিক সরঞ্জাম বা জ্বালানিবাহী জাহাজ ও বিমান স্পেনের আকাশসীমা কিংবা বন্দর ব্যবহার করতে পারবে না।

স্পেন ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইসরায়েলের নীতির সবচেয়ে কঠোর সমালোচক দেশগুলোর অন্যতম হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এর আগেও গাজা যুদ্ধের নৃশংসতার কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

বুধবারের ভোটে বামপন্থী পোদেমোস দল সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থী ভক্স দল এই প্রস্তাবের বিরোধিতা করে।

পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, “ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে। এখন শুধু বিক্রি বন্ধ নয়, সামরিক সহযোগিতার সব পথ বন্ধ করা জরুরি।”

অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো জানান, “এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে স্পেনের নৈতিক অবস্থানকে সুদৃঢ় করবে।”

রক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস বলেন, “আমরা মূলত ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিন থেকেই। আজ সংসদীয় অনুমোদনের মাধ্যমে সেটি আরও স্পষ্ট ও আইনি রূপ পেল।”

উল্লেখ্য, স্পেনের এই সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষকরা ইউরোপীয় রাজনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন। গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে স্পেনের এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করবে বলে মনে করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন