বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনের ট্রেনে আগুন, নিহত ৩০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:১১ এএম
বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত ট্রেন
expand
বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত ট্রেন

রাশিয়ার নতুন ড্রোন হামলায় আবারও রক্তাক্ত হলো ইউক্রেন। শনিবার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলীয় সুমি প্রদেশের একটি রেলস্টেশনে হামলা চালায় রুশ বাহিনী।

এতে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ‘অমানবিক ও বর্বরোচিত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়— বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত ট্রেন, ভাঙা জানালা ও দাউ দাউ করে জ্বলতে থাকা বগিগুলো।

জেলেনস্কি লিখেছেন, “রাশিয়ানরা জানে তারা বেসামরিক মানুষের ওপর হামলা করছে—এটা একেবারেই অগ্রহণযোগ্য।”

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সুমি অঞ্চলের শোৎস্কা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে লক্ষ্য করে একাধিক ড্রোন আঘাত হানে। মুহূর্তেই পুরো ট্রেনে আগুন ধরে যায়। এতে যাত্রী ও রেলকর্মী মিলে বহু মানুষ প্রাণ হারান।

হামলায় রেলস্টেশন ও আশপাশের অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকাজে ইতোমধ্যে জরুরি সেবা সংস্থাগুলো কাজ শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেল নেটওয়ার্ক, বারবার রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত দুই মাসে প্রায় প্রতিদিনই রেল অবকাঠামোতে আঘাত হেনেছে মস্কোর বাহিনী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন