

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন।
বুধবার (স্থানীয় সময়) দুপুরে ফোর্বসের বিলিয়নিয়ার্স সূচকে দেখা যায়, মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলার। তবে দিনের শেষে তা সামান্য কমে প্রায় ৪৯৯ বিলিয়ন ডলারের ওপরে নেমে আসে।
সম্পদের এই নতুন মাইলফলক অর্জনের পেছনে মূল ভূমিকা রেখেছে টেসলা, স্পেসএক্স ও এক্সএআই-এর শেয়ারমূল্যের ঊর্ধ্বগতি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টেসলার শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশের বেশি। বুধবার নিউইয়র্কে বাজার বন্ধ হওয়ার সময় টেসলার শেয়ার আগের দিনের তুলনায় ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন হয়।
ফোর্বস জানায়, বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বাড়ায় একসময় মাস্ককে অতিক্রম করেছিলেন এলিসন।
মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল, যেখানে তিনি কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। সম্প্রতি তিনি প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ারও কিনেছেন, যা বিনিয়োগকারীদের কাছে কোম্পানির প্রতি তার আস্থার বার্তা হিসেবে ধরা হচ্ছে।
এ অর্জনের মধ্য দিয়ে প্রযুক্তি খাতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় মাস্ক আরও এগিয়ে গেলেন এবং বিশ্বের প্রথম “হাফ-ট্রিলিয়নিয়ার” হিসেবে নাম লেখালেন।
মন্তব্য করুন
