শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

রোমে ঝড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে বিপর্যয় 

মালিক মনজুর, ইতালি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম
রোমে বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছে বড় গাছ
expand
রোমে বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছে বড় গাছ

ঝড়ো হাওয়ায় রোমে বিপর্যয় বিভিন্ন এলাকা। উপড়ে পড়েছে বড় গাছ। ক্ষতিগ্রস্ত যানবাহন ও জনজীবন।

প্রবল ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে ইতালির রাজধানী রোমে, বুধবার শহরের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে।

এতে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনজীবনে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। অনেক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, EUR, Balduina, Via Ugo de Carolis, Via Guglielmotti সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ করে গাছ ভেঙে পড়ে।

কোথাও পার্কিং করা গাড়ির ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, আবার কোথাও গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটে। কয়েকটি এলাকায় সতর্কতামূলকভাবে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

রোমের ফায়ার সার্ভিস জানিয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে আজ দিনভর তারা বহু জরুরি উদ্ধার অভিযানে অংশ নেয়।

ভেঙে পড়া গাছ ও বড় ডাল সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশ ও সিভিল প্রোটেকশন বিভাগ একযোগে কাজ করছে।

এ পর্যন্ত পাওয়া তথ্যে গুরুতর প্রাণহানির খবর না মিললেও, কয়েকজন সামান্য আহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, লাজিও অঞ্চলজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কায় নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং গাছপালাবেষ্টিত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X