রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের ভূখণ্ড নিয়ে ছাড় নয়: জেলেনস্কি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
ভলোদিমির জেলেনস্কি
expand
ভলোদিমির জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের কাছে নতুনভাবে সংশোধিত শান্তির প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। কারণ, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাশিয়ার কাছে কোনো অংশের জমি ছাড় দেওয়ার বিষয়ে তারা কোনো আলোচনাই করবেন না।

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের কোনো ভূখণ্ড ছাড় দেওয়ার সুযোগ নেই এ প্রশ্নই তোলা যায় না।

তার ভাষায়, দেশের সংবিধান, জাতীয় আইন বা আন্তর্জাতিক আইনের কোথাও এমন সিদ্ধান্তের অনুমোদন নেই, আর নৈতিকভাবেও এটা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, সীমান্ত পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হলে তা জনগণের গণভোট ছাড়া সম্ভব নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক গোপন বৈঠকে দেওয়া একটি প্রস্তাব কিয়েভ গ্রহণ না করায় ওয়াশিংটন নতুন খসড়া প্রস্তুত করছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন জেলেনস্কি। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসও উপস্থিত ছিলেন। নেতারা ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

জেলেনস্কির এই সফরের পরবর্তী গন্তব্য ব্রাসেলস, যেখানে তিনি ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করবেন। এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনা করবেন। এসব বৈঠকের মূল লক্ষ্য—যে কোনো ভবিষ্যৎ শান্তি চুক্তির ক্ষেত্রে ইউক্রেনকে সামরিকভাবে সহায়তা দিতে সক্ষম একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট গড়ে তোলা।

এদিকে মস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সাম্প্রতিক আলোচনা ফলপ্রসূ ছিল। যদিও ক্রেমলিনের অবস্থানে বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, শান্তি আলোচনার অগ্রগতিতে প্রধান বাধা জেলেনস্কিই। তার দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো প্রস্তাবটি পড়ে দেখেননি। ট্রাম্প আরও বলেন, রাশিয়া নাকি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আপত্তি না থাকার কথা জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X