

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিল করা হলো। এই ঘোষণা তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দিয়েছেন। খবর জানিয়েছে বিবিসি।
ট্রাম্প লেখেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। তাদের এই আচরণের কারণে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।
এর আগে ট্রাম্প কানাডার পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে তিনি ইউএসএমসিএ (USMCA)-র আওতায় থাকা পণ্যের ক্ষেত্রে কিছু ছাড় অনুমোদন করেছেন।
ইউএসএমসিএ হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্পের প্রথম মেয়াদে কার্যকর করা হয়েছিল।
ট্রাম্প কানাডার পণ্যের ওপর খাত-নির্দিষ্ট শুল্কও আরোপ করেছেন। এর মধ্যে রয়েছে ধাতুতে ৫০ শতাংশ এবং অটোমোবাইল পণ্যে ২৫ শতাংশ শুল্ক।
এই ঘোষণার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন
