

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় আবারও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো সব সময়ই রাজনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান ধরে রেখেছে।
মস্কোতে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাখারোভা জানান, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে চলমান উত্তেজনার ইতি টানতে রাশিয়া কূটনৈতিক প্রচেষ্টাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
রুশ সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের টেলিফোন আলাপেও এ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। মুখপাত্র বলেন, তেহরানের পারমাণবিক ইস্যুতে শান্তিপূর্ণ সমঝোতার প্রতি মস্কো সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ।
জাখারোভা আরও জানান, পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন যেকোনো সামরিক অভিযানের বিষয়ে রাশিয়া দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে। বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর দায়িত্বাধীন স্থাপনায় আক্রমণকে তারা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মনে করে।
তার ভাষায়, যুক্তরাষ্ট্র আত্মরক্ষার অজুহাত তুলে ইরানের পরমাণু স্থাপনায় যে হামলা চালিয়েছে, তা শুধু অ-বিস্তার চুক্তির ভিত্তি নষ্ট করেনি বরং বৈশ্বিক পরমাণু ব্যবস্থাকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে।
এই রুশ মুখপাত্র আরও বলেন, ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে কিছু বিদেশি শক্তি সক্রিয় থাকলেও তেহরান এখনো সংলাপের পথেই বিশ্বাস রাখছে। তাদের মতে, পারস্পরিক উদ্বেগকে গুরুত্ব দিয়ে সমমর্যাদার আলোচনার মাধ্যমেই জাতীয় স্বার্থের সুরক্ষা সম্ভব।
জাখারোভা স্পষ্ট করে বলেন, আলোচনা পুনরায় শুরু হতে হলে ইরানকে এমন নিশ্চয়তা পেতে হবে যাতে তাদের পরমাণু স্থাপনাগুলো আর কোনো সামরিক আক্রমণের ঝুঁকিতে না থাকে।
শেষে তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের নীতি বাদ দিয়ে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ফিরে আসাই একমাত্র টেকসই পথ।
মন্তব্য করুন
