শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাসায় ককটেল হামলা, ডাকসু নেত্রীর স্ট্যাটাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া
expand
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া

ময়মনসিংহে ঢোলাদিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার পারিবারিক বাসায় ককটেল বিস্ফোরণ ও দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত প্রায় তিনটার দিকে এ হামলা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন উম্মা উসওয়াতুন রাফিয়া।

তিনি লিখেছেন, আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিকেলে অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি করেন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন