শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প: ঢাবির হলের ছাদ থেকে লাফিয়ে আহত ১০

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
আহত শিক্ষার্থীকে রিকশায় হাসপাতালে নিয়ে যাচ্ছে
expand
আহত শিক্ষার্থীকে রিকশায় হাসপাতালে নিয়ে যাচ্ছে

ভূমিকম্পের আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল বিশেষ করে মহসিন হলের ছাদ থেকে লাফ দিয়ে অন্তত ১০ জনেরও অধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে হঠাৎ অনুভূত ভয়াবহ ভূমিকম্পের এই ঘটনায় মহসিন হল সংসদের ভিপিসহ কমপক্ষে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর।

জানা যায়, হঠাৎ অনুভূত ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যেই মহসিন হলের কয়েকজন শিক্ষার্থী আতঙ্কে ছাদ ও উচ্চতলার জানালা থেকে লাফ দেন। এতে একজন গুরুতর আহত হয় এবং আরও পাঁচজন বিভিন্ন স্থানে আঘাত পান। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর বাইরে, ঢাবির শহীদ জিয়াউর রহমান হল স্যার এ এফ রহমান হল,সলিমুল্লাহ মুসলিম হল, শামসুন্নাহার হলসহ আরো বেশ কয়েকটি হলের একাধিক শিক্ষার্থীর হাত-পা ভেঙে গিয়েছে এবং বিল্ডিং এ ফাটল ধরেছে।

মুহসীন হল সংসদের ভিপি সাদিক হোসেন, অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল তানবীর, সাংবাদিকতা বিভাগের আনজির হোসেন, জুলফিকার আলি সহ আরও ২ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন