শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম
চট্টগ্রাম বন্দর
expand
চট্টগ্রাম বন্দর

হাইকোর্টের নির্দেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত সব ধরনের চুক্তি–সম্পর্কিত কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি মামলার শুনানিতে এই স্থগিতাদেশের মৌখিক নির্দেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিটি বিষয়ক কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এ রিট আবেদন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন