শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাফিয়া হিজাবি, রাফিয়া শিবির, রাফিয়া শত্রুপক্ষ: ঢাবি শিক্ষিকা মোনামী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
expand
রাফিয়া হিজাবি, রাফিয়া শিবির, রাফিয়া শত্রুপক্ষ: ঢাবি শিক্ষিকা মোনামী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামী ফেসবুকে পোস্টে লেখেন, ‘উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে।

জুলাই পরবর্তী সময়ে যারা নারীদের নিয়ে চিন্তিত ছিলেন, তাদেরকেই দেখেছি রাফিয়ার প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ ঝাড়তে কিংবা চুপ থাকতে।

আজকে রাফিয়ার বাসায় অগ্নিসংযোগের পরেও কী আপনারা চুপ থাকবেন??

নাকি

"রাফিয়া হিজাবি/রাফিয়া শিবির/রাফিয়া শত্রুপক্ষ " ভেবে , ওর প্রতি হওয়া সকল বুলিং, হ্যারাসমেন্ট, আর আজকে ওর বাসার সামনে আগুন ও ককটেল ফোটানোকে জাস্টিফাই করবেন?

আপনারা যতবার জুলাই এর পক্ষের শক্তিকে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে ভাঙতে থাকবেন, ততবার আওয়ামী স্বার্থান্বেষী ও সন্ত্রাসীরা আমাদের জন্য তথা নারীদের জন্য হুমকি হয়ে ফিরে আসবে... কখনো অনলাইনে কখনো বাস্তব জীবনে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন