

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডাকসুর সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হলেও কেউ হতাহত হয়নি।
এই ঘটনায় ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম নিন্দা জানিয়েছেন। এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুজে বের করে কঠিন শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।
ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ময়মনসিংহের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগে বলা হয়, ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের ভূমিকা থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সহিংসতার সঙ্গে জড়িত যেই হোক, আইনের আওতায় আনা হবে। তারা আরও জানান, দেশের যেকোনো স্থানে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সহিংস কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে।
মন্তব্য করুন
