শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাফিয়ার বাড়িতে আগুনের চেষ্টা, বিস্ফোরক আইনে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
রাফিয়ার বাড়িতে আগুনের চেষ্টায় বিস্ফোরক আইনে মামলা
expand
রাফিয়ার বাড়িতে আগুনের চেষ্টায় বিস্ফোরক আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তেরা রাফিয়াদের বাসার লোহার গেটের সামনে কেরোসিন ও পেট্রোলজাত পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। ভোরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ বলেন, ‘আমার বোন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। এ ধরনের হামলায় আমরা আতঙ্কিত নই, কিন্তু বিষয়টি গুরুতর। তাই থানায় অভিযোগ করেছি। দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই।’

তবে ককটেল বিস্ফোরণের খবরকে ভুল বলে দাবি করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনো আলামত নেই। গভীর রাতে গেটের দুই পাশে আগুন জ্বলে ওঠে। কেউ শব্দ শুনেছে, কেউ শোনেনি। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

ওসি আরও জানান, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত ও অভিযান চলছে।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাফিয়াসহ পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। কেউ আহত না হলেও আগুন লাগার চেষ্টা ও শব্দের মতো পরিস্থিতি এলাকায় আতঙ্ক তৈরি করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভোরের দিকে হঠাৎ শব্দ শুনে তাঁদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তদন্ত শুরু করে এবং আশপাশে টহল বাড়ানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন