বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মিসরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ এএম
বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর
expand
বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর

গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান হামাস-ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে শেষমেশ শান্তিচুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ। বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেন।

সোমবার (১৩ অক্টোবর) মিশরের উপকূলীয় শহর শারম আল-শেখে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান হয়।

এই চুক্তিতে ট্রাম্পের পাশাপাশি স্বাক্ষর করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। অনুষ্ঠানে আরও প্রায় ৩৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত ছিলেন।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা গাজা সংঘাতের অবসান ঘটানোই ছিল এই চুক্তির মূল লক্ষ্য। শান্তি সম্মেলনকে ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে বিরাজ করছিল ব্যাপক প্রত্যাশা।

চুক্তি স্বাক্ষরের পর বক্তব্যে ট্রাম্প বলেন, আজ আমরা কেবল এক যুদ্ধের সমাপ্তি ঘটাচ্ছি না আমরা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করছি। এটি এমন এক শান্তিচুক্তি, যা নতুন ভোরের প্রতিশ্রুতি বহন করে।

তবে স্বাক্ষরিত নথির পূর্ণাঙ্গ বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। চুক্তির বিভিন্ন ধারা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই চুক্তি স্থায়ী হবে আমরা নিশ্চিত করেছি যাতে এটি টিকে থাকে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গাজা ও ইসরায়েল অঞ্চলে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশা করছে আন্তর্জাতিক মহল।

তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন