

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেতে ভাষণ দিচ্ছিলেন, তখন হঠাৎ তার ভাষণ বাধাগ্রস্ত হয়।
সোমবার ( ১৩ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নেসেট সদস্য আয়মান ওদেহ ট্রাম্পকে বাধা দেন এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এর ফলে পার্লামেন্টে কয়েক মুহূর্তের বিশৃঙ্খলা দেখা যায়। পরে নিরাপত্তারক্ষীরা দ্রুত ট্রাম্পের কাছে এগিয়ে যান এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
ভাষণ শুরুর আগে ট্রাম্প বলেন, ঘটনাটি খুব দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রিত হয়েছে।
এর আগে, আয়মান ওদেহ সামাজিক মাধ্যমে লিখেছেন, পার্লামেন্টে দেখা ভণ্ডামি অসহনীয় ছিল। তিনি বলেন, ইসরায়েল ও তার সরকারের গাজায় মানবতাবিরোধী কর্মকাণ্ড থেকে মুক্তি পাওয়া যায় না, এবং এ ধরনের পরিস্থিতি শাস্তিমূলক বিচার ও শান্তির পথে বাধা সৃষ্টি করে।
তবে, তিনি বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতি এবং পূর্ণ চুক্তির মাধ্যমে দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিনের স্বীকৃতি এনে ন্যায়, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    