রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে মাদুরোর পাশে পুতিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
পুতিন ও মাদুরো
expand
পুতিন ও মাদুরো

যুক্তরাষ্ট্রের বাড়তি চাপের মাঝেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুই নেতার টেলিফোনালাপে পুতিন মাদুরো সরকারের সিদ্ধান্ত ও অবস্থানকে সমর্থন করছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

এদিকে একই দিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোও মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাসকেজের সঙ্গে ১৭ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বৈঠক করেছেন।

বেলারুশের সরকারি বার্তা সংস্থা বেল্টা জানিয়েছে, গত ২৫ নভেম্বর লুকাশেঙ্কো রাষ্ট্রদূতকে বলেছেন—মাদুরো চাইলে যেকোনো সময় বেলারুশে স্বাগত।

রয়টার্স লুকাশেঙ্কোর দপ্তরের সঙ্গে বৈঠকগুলোর গুরুত্ব এবং মাদুরো পদত্যাগ করলে তাকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য জানতে চাইলে কোনো উত্তর পাওয়া যায়নি।

মার্কিন প্রশাসন বলছে, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে তারা ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রনেতা হিসেবে স্বীকৃতি দেয় না। তার সাম্প্রতিক নির্বাচনী জয়ের দাবি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ‘‘অবৈধ নির্বাচন’’ হিসেবে খারিজ করেছে। স্বাধীন পর্যবেক্ষকদের মতে, সেই নির্বাচনে বিরোধী প্রার্থীরাই বিপুল ব্যবধানে এগিয়ে ছিলেন।

সাম্প্রতিক মাসগুলোয় ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর চাপ বাড়িয়েছে, বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করে।

পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, মাদুরোর সময় শেষের দিকে, যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

দীর্ঘদিনের ক্ষমতাধারী বেলারুশ নেতা লুকাশেঙ্কোর ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিছু সূত্রের দাবি, গত ২১ নভেম্বর মাদুরো ট্রাম্পকে ফোনে জানিয়েছিলেন—যদি তিনি ও তার পরিবার পূর্ণ আইনি নিরাপত্তা পান, তবে তিনি দেশ ছাড়তে প্রস্তুত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X