রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সিনেমা নিয়ে আসছেন নিরব-পরীমনি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
নিরব-পরীমনি
expand
নিরব-পরীমনি

রুপালি পর্দায় পরীমনিকে আগের মতো ঘনঘন দেখা না গেলেও বছরের শুরুতেই তাঁর নতুন চলচ্চিত্র গোলাপ–এর ঘোষণা ভক্তদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করেছিল। এই সিনেমাতে তাঁর সঙ্গে আছেন অভিনেতা নিরব। ঘোষণার সময় বলা হয়েছিল—ফেব্রুয়ারিতেই ক্যামেরা চালু হবে। কিন্তু প্রায় এক বছর পার হয়ে গেলেও শুটিং শুরু হয়নি, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।

পরিচালক সামছুল হুদা জানান, অবশেষে সব প্রস্তুতি এগোচ্ছে এবং ছবির কাজ শুরু করার পরিকল্পনা চূড়ান্তের পথে। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই থ্রিলার সিনেমা নিয়ে তিনি এখন আশাবাদী।

পর্দার আড়াল থেকে জানা গেছে, মূল গল্প নিয়ে কিছু জটিলতা তৈরি হওয়ায় সময়মতো শুটিং শুরু করা সম্ভব হয়নি। সামছুল হুদা ব্যাখ্যা করে বলেন, গল্পে যে সমস্যাগুলো ছিল সেগুলো কাটিয়ে ওঠার জন্য পুরো দল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শেষ পর্যন্ত গল্পকে নতুনভাবে সাজানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

ছোট একটি শহরের রাজনৈতিক টানাপোড়েন ও বাস্তবতা নিয়ে এগিয়ে যাবে ছবির কাহিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনিক বিশ্বাস, আর গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে। নির্মাতা ও অভিনয়শিল্পীদের বিশ্বাস—শুটিং শুরু হলে দর্শকরা একটি শক্তিশালী থ্রিলার উপহার পেতে চলেছেন।

পরীমনি, নিরবসহ পুরো টিমের সঙ্গে নির্মাতার নিয়মিত যোগাযোগ হচ্ছে। নতুন গল্প, দৃশ্য বিন্যাস এবং লোকেশন পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পরই শুটিং শুরুর তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X