

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।
সম্পূর্ণ একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। জানা গেছে, ওই গ্রামের প্রায় সব বাসিন্দাই মারা গেছেন, কেবল একজন জীবিত আছেন।
এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছে সুদান লিবারেশন মুভমেন্ট ও সেনাবাহিনী। ভারী বৃষ্টিপাতের পর ৩১ আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে, আর ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হয়।
দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠীর নেতা এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেন।
তাদের মতে, গ্রামটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী, পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি সহায়তা চাওয়া হয়েছে।
এলাকাটি অনেক দিন ধরেই সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত।
গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে অনেকে মাররা পাহাড়ের দুর্গম অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সেখানে খাদ্য ও ওষুধের তীব্র সংকটে মানবিক বিপর্যয় চলছিল।
প্রায় দুই বছর ধরে চলমান গৃহযুদ্ধে ইতোমধ্যেই দেশের অর্ধেকেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এবার সেই আশ্রয়প্রার্থীরাই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন।
মন্তব্য করুন

