সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝরাস্তায় বরের গাড়ি আটকে দিলেন প্রেমিকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ভালোবাসার মানুষ অন্য কারও জীবনসঙ্গী হতে যাচ্ছেন-এ দৃশ্য মেনে নিতে না পেরে এক তরুণী ঘটালেন চমকপ্রদ কাণ্ড। মাঝরাস্তায় দাঁড়িয়ে তিনি আটকে দিলেন সাবেক প্রেমিকের বিয়ের শোভাযাত্রার গাড়ি। আর সেই মুহূর্তের ভিডিও এখন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ঘটেছে ভারতে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে বিয়ের সাজে সাজানো একটি গাড়ি দাঁড়িয়ে আছে, আর তার ঠিক সামনে শালোয়ার-কামিজ পরিহিত এক তরুণী একাই পথ রোধ করে দাঁড়িয়ে আছেন। গাড়িটি সামনে এগোতেই তিনি বারবার দৌড়ে গিয়ে আবারও পথ আটকে দিচ্ছেন।

ভিডিওটিতে দেখা যায়, গাড়ির ভেতরে থাকা বর ওই তরুণীর সাবেক প্রেমিক। তার বিয়ের খবর সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং আবেগের বশে রাস্তার মাঝখানে এসে বরের গাড়ি থামিয়ে দেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, কেউ তরুণীর প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, আবার অনেকে এ ধরনের আচরণকে সমালোচনা করছেন।

ভিডিওটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে।

সূত্র: আনন্দবাজার

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন