

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চীনের একটি আদালত মিয়ানমারের কুখ্যাত মাফিয়া চক্র মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। প্রতারণা, হত্যা, জুয়া ও মাদক ব্যবসার মতো দীর্ঘদিনের অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়েছে বলে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে।
চীনা আদালতের রায়ে দেখা গেছে, মিং পরিবারের মোট ৩৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে (৫ থেকে ২৪ বছর) কারাদণ্ড দেওয়া হয়েছে।
মিয়ানমার-চীন সীমান্তবর্তী লাওকাই শহরে দীর্ঘদিন ধরে সক্রিয় চারটি বড় অপরাধচক্রের অন্যতম ছিল মিং পরিবার। শহরটিকে তারা জুয়া, টেলিযোগাযোগ প্রতারণা, মাদক চোরাচালান ও দেহব্যবসার কেন্দ্রস্থলে পরিণত করেছিল।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় ওয়েনঝো শহরে এই মামলার রায় ঘোষণা করা হয়।
আদালতের তথ্যমতে, ২০১৫ সাল থেকে মিং পরিবারসহ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুধু প্রতারণা ও জুয়া খাত থেকেই তারা প্রায় ১০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার) আয় করেছে। অভিযোগ রয়েছে, চারটি মাফিয়া পরিবারের প্রতিটি ক্যাসিনো প্রতিবছর কয়েক বিলিয়ন ডলারের লেনদেন করতো।
২০২৩ সালে মিয়ানমার কর্তৃপক্ষের অভিযানে চক্রের বহু সদস্য ধরা পড়ে এবং পরবর্তীতে চীনের হাতে তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন
