

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাপান আবারও দেখাল ভবিষ্যৎ প্রযুক্তির বিস্ময়। দেশটি সম্প্রতি এমন এক যন্ত্র উন্মোচন করেছে, যা মাত্র ১৫ মিনিটে মানুষকে ধুয়ে ও শুকিয়ে দিতে সক্ষম।
‘মিরাই নিনগেন সেনতাকুক’ নামে পরিচিত এই ক্যাপসুল আকৃতির মেশিনটি তৈরি করেছে সায়েন্স কো. লিমিটেড। যন্ত্রটির ভেতরে ঢুকে বসলে এটি শরীরজুড়ে পানির স্প্রে ছিটিয়ে গোসলের মতো পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দেয়। গোসল শেষে দ্রুত শরীর শুকিয়ে ফেলে, ফলে তোয়ালের আর কোনো প্রয়োজন হয় না।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষায় এক নতুন যুগের সূচনা করতে পারে। কারণ এটি একসাথে গতি, আরাম ও দক্ষতা নিশ্চিত করছে।
জাপানের উদ্ভাবকরা মনে করছেন, ভবিষ্যতের জীবনযাত্রায় এ ধরনের হাই-টেক ডিভাইস মানুষের সময় ও শ্রম সাশ্রয় করবে এবং গোসলের অভিজ্ঞতাকে আরও আধুনিক করবে।
ভেতরে ঢুকে বসলে এটি স্বয়ংক্রিয়ভাবে শরীর ধুয়ে দেয় মাত্র ১৫ মিনিটে। মেশিনের নিচের অংশে গরম পানি ঘুরে বেড়ায়, আর উপরের অংশে হালকা কুয়াশা ছিটিয়ে দেয়। এতে রয়েছে উন্নত সেন্সর ও এআই প্রযুক্তি, যা ব্যবহারকারীর হৃদস্পন্দন ও শরীরের তাপমাত্রা দেখে গোসলের পদ্ধতি ঠিক করে। বিশেষ মাইক্রো বুদবুদ দিয়ে ত্বকের ময়লা পরিষ্কার করা হয়।
গোসলের সময় শুধু পরিষ্কারই নয়, ব্যবহারকারী শুনতে পারবেন হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সঙ্গে থাকছে স্ক্রিনে ভিজ্যুয়াল ডিসপ্লে। আর গোসল শেষে শরীর এমনিতেই শুকনো, মানে তোয়ালের দরকার নেই।
বর্তমানে এই মেশিন ওসাকা এক্সপো ২০২৫-এ প্রদর্শিত হচ্ছে, যেখানে প্রায় এক হাজার মানুষ এটি ব্যবহার করে দেখতে পারবেন। ভবিষ্যতে মেশিনটির বাড়ির জন্য ব্যবহারযোগ্য সংস্করণ বাজারে আনা হতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষ, ব্যস্ত কর্মজীবী ও মানসিক চাপ কমাতে চান এমন ব্যক্তিদের জন্য।
তবে এখনো মূল্য ঘোষণা করা হয়নি। অনেকে ভাবছেন, প্রতিদিনের ১০ মিনিটের গোসলের জন্য এত বড় মেশিন দরকার কি না। খরচ ও ব্যবহারযোগ্যতা এখনও প্রশ্নবিদ্ধ। তবুও, যেহেতু এটি জাপান, যেখানে প্রযুক্তির সাথে কৌতূহলের মিশেল সবসময় মানুষকে টানে, তাই ভবিষ্যতে এই মানব ধোয়ার যন্ত্র অনেক বাড়িতে জায়গা করে নিতে পারে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    