শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের ইলাতে হুতি ড্রোন হামলা, আহত ২২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
ইসরায়েলের ইলাতে বিস্ফোরকবাহী একটি ড্রোন আঘাত হেনেছে।
expand
ইসরায়েলের ইলাতে বিস্ফোরকবাহী একটি ড্রোন আঘাত হেনেছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে বিস্ফোরকবাহী একটি ড্রোন আঘাত হেনেছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় শহরের একটি শপিং এলাকার হোটেলের কাছে ড্রোনটি বিস্ফোরিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পরও ড্রোনটি লক্ষ্যভেদ করে বিস্ফোরিত হয়, আর তাতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, আহতদের মধ্যে ৬০ ও ২৬ বছর বয়সী দুজনের অবস্থা আশঙ্কাজনক। আরও একজন মাঝারি আঘাতপ্রাপ্ত এবং বাকিরা সামান্য আহত হয়েছেন। বেশিরভাগই শাপনেলের আঘাতে আহত হন। গুরুতর আহতদের বীরশেবার সোরোকা মেডিকেল সেন্টারে হেলিকপ্টারে পাঠানো হয়েছে, আর বাকিদের স্থানীয় ইয়োসেফতাল মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ড্রোনটি আটকাতে দুটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলেও সেটি ভূপাতিত করা সম্ভব হয়নি। কী কারণে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হলো, তা তদন্ত করছে বিমানবাহিনী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন