

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনে ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (৩ জানুয়ারি) মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ভেনেজুয়েলাকে ঘিরে চলমান উত্তেজনা দ্রুত বাড়ছে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। তিনি আশঙ্কা করছেন, এই ঘটনার প্রভাব দক্ষিণ আমেরিকার সার্বিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি যথাযথ শ্রদ্ধা না দেখানোয় মহাসচিব বিশেষভাবে শঙ্কিত। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং জাতিসংঘের নীতিমালার প্রতি পূর্ণ আস্থা প্রদর্শনের আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিবের মতে, বর্তমান সংকটের সমাধান শক্তি প্রয়োগে নয়, বরং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করে পারস্পরিক আলোচনার মাধ্যমে খুঁজে বের করা উচিত। অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সংলাপই এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ বলে তিনি মনে করেন।
এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক আলাদা এক বিবৃতিতে ভেনেজুয়েলার সাধারণ জনগণের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার (৫ জানুয়ারি) একটি জরুরি বৈঠক ডেকেছে। ওই বৈঠকে ভেনেজুয়েলার প্রতিনিধিদলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিন আগে এই অভিযানের অনুমোদন দেন। অভিযানের পর থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল হেফাজতে রয়েছেন।
মন্তব্য করুন

