

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালি সিসিলির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে নতুন ফাটল দেখা দিয়েছে, যেখান থেকে লাভা ভ্যালে দেল বোভের দিকে প্রবাহিত হচ্ছে।
লাভার স্রোত বর্তমানে ১,৪২০ মিটার উচ্চতায় নেমে এসেছে এবং এটি ফোরনাজ্জো ও মিলো গ্রামের দিকে অগ্রসর হচ্ছে।এভিয়েশন বা বিমান চলাচলের জন্য তৃতীয় স্তরের 'অরেঞ্জ অ্যালার্ট' জারি থাকলেও ইতালির কাতানিয়া বিমানবন্দর স্বাভাবিক ভাবেই চালু রয়েছে।অগ্ন্যুৎপাতটি ১ জানুয়ারি ২০২৬ মধ্যরাত থেকে শুরু হয় এবং স্যাটেলাইট সেন্সরের মাধ্যমে এর তীব্র তাপীয় অসঙ্গতি ধরা পড়ে।ছবিতে লাভাকে গ্রামের খুব কাছে মনে হলেও বাস্তবে এটি ফোরনাজ্জো থেকে ৫ কিমি এবং মিলো থেকে ৫.৫ কিমি দূরে রয়েছে।
আইএনজিভি (INGV)-এর আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে, লাভা স্রোতটি দর্শনীয় হলেও এখনই জনবসতির জন্য বড় কোনো হুমকি বা ঝুঁকি নেই।
মন্তব্য করুন
