শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাউন্ট এত্নার আগ্নেয়গিরিতে নতুন ফাটল

ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
আগ্নেয়গিরি
expand
আগ্নেয়গিরি

ইতালি সিসিলির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে নতুন ফাটল দেখা দিয়েছে, যেখান থেকে লাভা ভ্যালে দেল বোভের দিকে প্রবাহিত হচ্ছে।

লাভার স্রোত বর্তমানে ১,৪২০ মিটার উচ্চতায় নেমে এসেছে এবং এটি ফোরনাজ্জো ও মিলো গ্রামের দিকে অগ্রসর হচ্ছে।এভিয়েশন বা বিমান চলাচলের জন্য তৃতীয় স্তরের 'অরেঞ্জ অ্যালার্ট' জারি থাকলেও ইতালির কাতানিয়া বিমানবন্দর স্বাভাবিক ভাবেই চালু রয়েছে।অগ্ন্যুৎপাতটি ১ জানুয়ারি ২০২৬ মধ্যরাত থেকে শুরু হয় এবং স্যাটেলাইট সেন্সরের মাধ্যমে এর তীব্র তাপীয় অসঙ্গতি ধরা পড়ে।ছবিতে লাভাকে গ্রামের খুব কাছে মনে হলেও বাস্তবে এটি ফোরনাজ্জো থেকে ৫ কিমি এবং মিলো থেকে ৫.৫ কিমি দূরে রয়েছে।

আইএনজিভি (INGV)-এর আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে, লাভা স্রোতটি দর্শনীয় হলেও এখনই জনবসতির জন্য বড় কোনো হুমকি বা ঝুঁকি নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X