শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুখবর পেলেন বিএনপির আরও ২০ নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
বিএনপির লোগো
expand
বিএনপির লোগো

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আরও ২০ নেতার বহিষ্কার, স্থগিত ও অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর ও নাটোর জেলার বিভিন্ন ইউনিটের মোট ১২ নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদন বিবেচনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া একই অভিযোগে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, সিরাজগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন ইউনিটের ছয় নেতার প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে, নাটোর জেলার গুরুদাসপুর পৌর বিএনপি ও ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দেওয়া অব্যাহতির আদেশও আবেদন বিবেচনায় ১ জানুয়ারি প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে আবেদন যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X