শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তমবারের মতো মনোনয়ন বাতিল, বললেন ‘আমৃত্যু চেষ্টা চালিয়ে যাবো’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
মো. কাজী জাহাঙ্গীর
expand
মো. কাজী জাহাঙ্গীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা মো. কাজী জাহাঙ্গীরের মনোনয়নপত্র আবারও বাতিল হয়েছে। এ নিয়ে টানা সপ্তমবারের মতো তার মনোনয়ন বাতিল হলো।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্র বাতিল করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষরে ত্রুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আইন অনুযায়ী তার আপিল করার সুযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কাজী জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা। কাজী আব্দুল হান্নান ভূঁইয়া ও আমেনা বেগম দম্পতির নয় সন্তানের মধ্যে তিনি সবার বড়। পেশায় তিনি ধান কেনাবেচা ও গাভী পালন করেন। ধান ও দুধ বিক্রির আয় দিয়েই তার জীবনযাপন।

মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় কাজী জাহাঙ্গীর বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষরের নিয়মের কারণেই আমার প্রার্থিতা বারবার বাতিল হচ্ছে। এসব স্বাক্ষর আমার পক্ষে সমর্থকরাই সংগ্রহ করে দেন। অনেক সময় হয়তো নিজেরাই স্বাক্ষর দিয়ে দেন। এমন ভুল হতেই পারে।

তিনি আরও বলেন, “আমি এ পর্যন্ত সাতবার সংসদ নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছি, প্রতিবারই এই নিয়মের কারণে বাদ পড়েছি। এখন যেহেতু ইউনুস সরকার দায়িত্বে আছে, তাদের কাছে আমার দাবি- এই নিয়মটি বাতিল করা হোক, যেন আমার মতো সাধারণ মানুষও নির্বাচনে অংশ নিতে পারেন।

নির্বাচনের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচন আমার কাছে এক ধরনের নেশা। মনোনয়ন বাতিল হলেও আমি যত দিন বেঁচে থাকি, তত দিন নির্বাচন এলে অংশগ্রহণের চেষ্টা করে যাব।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এবার মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে শুক্রবার যাচাই-বাছাইয়ে কাজী জাহাঙ্গীরসহ চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X