মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগামী পাঁচ দিনের আবহাওয়া যেমন থাকবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
আবহাওয়া অধিদপ্তর
expand
আবহাওয়া অধিদপ্তর

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি মিয়ানমার উপকূলে একটি লঘুচাপ অবস্থান করছে, যা ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার–বাংলাদেশ উপকূলের দিকে যেতে পারে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ও আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

প্রথম দিন চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এবং বরিশাল ও সিলেট বিভাগের কয়েক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনে তেমন পরিবর্তন দেখা যাবে না।

দ্বিতীয় দিন (বুধবার): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও শুষ্ক। দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

তৃতীয় দিন (বৃহস্পতিবার): চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে, বরিশাল ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাতে সামান্য শীতলতা অনুভূত হতে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই।

চতুর্থ দিন (শুক্রবার): চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিন রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, দিনে তাপমাত্রা প্রায় একই থাকবে।

পঞ্চম দিন (শনিবার): সারাদেশে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

পাঁচ দিনের সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি-ঝড়ের পর ধীরে ধীরে রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, তবে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন