বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা, আঘাত হানতে পারে যেসব স্থানে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম
নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা, আঘাত হানতে পারে যেসব স্থানে
expand
নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা, আঘাত হানতে পারে যেসব স্থানে

বঙ্গোপসাগরে মৌসুমের নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’ গঠনের ইঙ্গিত দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। বর্তমানে সাগরে থাকা নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং ২৭ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় তিন ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

প্রাথমিকভাবে ঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। তবে দিক পরিবর্তন করলে এর প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও অনুভূত হতে পারে বলে সতর্ক করেছে আইএমডি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আসন্ন ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’ দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’। ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীনে থাকা উত্তর ভারত মহাসাগরীয় প্যানেল, যার সদস্য বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান ও মিয়ানমারসহ মোট ১৩টি দেশ।

অন্যদিকে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়কে ঘিরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার বিশেষ সতর্কতা জারি করেছে। এতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সরাসরি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানলেও বাংলাদেশের উপকূলীয় জেলা যেমন পটুয়াখালী, ভোলা, বরগুনা, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনায় এর প্রভাব পড়তে পারে।

ঝড়ের সময় ভারী বৃষ্টিপাত, জোয়ার ও দমকা হাওয়ার আশঙ্কা থাকায় উপকূলীয় অঞ্চলে আগাম প্রস্তুতি ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন