মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপ নিয়ে আবহাওয়া অফিসের সতর্কতা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:১৩ এএম
expand
সাগরে লঘুচাপ নিয়ে আবহাওয়া অফিসের সতর্কতা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি বর্তমানে একই অঞ্চলে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর–পশ্চিমাঞ্চলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে (অবস্থান: ১৬.৯° উত্তর অক্ষাংশ ও ৮৬° পূর্ব দ্রাঘিমাংশ)।

এটি বৃহস্পতিবার সকাল ৬টার সময়—চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৮৭৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে। কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে

মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে। পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়েছে, যার কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানতার সঙ্গে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যাতে প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন