শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
সাগরে লঘুচাপ
expand
সাগরে লঘুচাপ

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে আবহাওয়া পরিস্থিতি অস্থির হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

অতিরিক্ত বৃষ্টিপাত ও দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এই অঞ্চলের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের আশপাশে সতর্কতা বাড়ানো হয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সমুদ্রযাত্রা ও মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এসব অঞ্চলের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলীয় এলাকা থেকে কিছুটা দূরে গিয়ে নিরাপদে চলাচল করতে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X