

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অসাধারণ এক দৃষ্টান্ত স্থাপন করলেন ভেনেজুয়েলার অ্যাথলেট হোসেলিন ব্রেয়া। গর্ভে সাত মাসের সন্তান নিয়েও ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি কেবল অংশগ্রহণই করেননি, মাত্র ৪০ মিনিটের কিছু বেশি সময় নিয়ে দৌড় শেষ করে নিজেকে প্রমাণ করেছেন এক অনন্য অনুপ্রেরণা হিসেবে।
এই ঘটনা ঘটেছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত ‘কারাকাস রক রান’ নামক জনপ্রিয় দৌড় প্রতিযোগিতায়।
হোসেলিনের দৌড় ছিল শুধু একটি প্রতিযোগিতার অংশ নয়—তা হয়ে উঠেছে এক নিঃশর্ত ভালোবাসা, আত্মবিশ্বাস এবং নারীর শারীরিক সক্ষমতার এক শক্তিশালী বার্তা।
কারাকাস শহরের রাজপথে যখন হোসেলিন দৌড়াচ্ছিলেন, তখন দুই পাশে দাঁড়িয়ে থাকা দর্শকরা তাকে দেখে উৎসাহে ফেটে পড়েন।
কেউ করতালি দিয়ে, কেউ স্লোগান তুলে সাহস জুগিয়েছেন তাকে। আর শেষ মুহূর্তে হাসিমুখে ফিনিশিং লাইনে পৌঁছাতেই সহকর্মী অ্যাথলেটরা এগিয়ে গিয়ে তাকে অভিনন্দনে ভাসিয়ে দেন।
প্রতিযোগিতার নারী বিভাগে তিনি ১২তম স্থান অর্জন করেন। তবে এই র্যাঙ্কিংয়ের বাইরে গিয়ে তিনি ছুঁয়েছেন আরও একটি বড় জয়—সম্মান ও ভালোবাসার।
এ প্রতিযোগিতায় হোসেলিনের সঙ্গে দৌড়েছেন তার ছোট বোন এদিমার ব্রেয়াও, যিনি প্রতিযোগিতার নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন।
মাত্র ৩৪ মিনিট ৩ সেকেন্ডে ১০ কিলোমিটার শেষ করে সোনার পদক জিতেছেন তিনি। বলা চলে, এক পরিবারের দুই বোনের অসাধারণ কৃতিত্বেই প্রতিযোগিতাটি হয়ে উঠেছে বিশেষ।
দৌড় শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে হোসেলিন জানান, মূলত আনন্দের জন্যই দৌড়েছেন তিনি।
তিনি লিখেন, কারাকাস রক আমার প্রিয় ইভেন্টগুলোর একটি। আমার বোনও অংশ নিচ্ছিল, তাই আমিও যুক্ত হতে চেয়েছিলাম। ধীরে এবং সতর্কভাবে দৌড়েছি।
তিনি আরও বলেন, যত ভালোবাসা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত। নানা বয়সী নারী-পুরুষ এমনকি শিশুরাও আমাকে বার্তা পাঠিয়েছে। এটা আমার জন্য এক অসাধারণ অনুভূতি।
যদিও হোসেলিনের জন্ম স্পেনের ভ্যালেন্সিয়ায়, কিন্তু তিনি আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভেনেজুয়েলার প্রতিনিধিত্ব করেন, তার পারিবারিক শিকড়ের সূত্র ধরে। তার রয়েছে দ্বৈত নাগরিকত্ব।
ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, হোসেলিন নিছকই একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রীড়াবিদ নন—তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাফল্যের অধিকারী।
২০২৩ সালে স্প্যানিশ ক্রস-কান্ট্রি প্রতিযোগিতায় তিনি শিরোপা জেতেন। এর আগেও ২০২২ সালে আলকোবেন্দাস ও সান মার্তিনো দে অরেনসে অনুষ্ঠিত দৌড়ে প্রথম স্থান অর্জন করেন।
তার ক্যারিয়ার সেরা সময় ১০ কিলোমিটারে ৩২ মিনিট ৫ সেকেন্ড এবং ৫ কিলোমিটারে ১৪ মিনিট ৩৬ দশমিক ৫৯ সেকেন্ড—যা স্পেনের জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছিল, যদিও সেটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়নি।
সাম্প্রতিক এই দৌড় প্রতিযোগিতায় হোসেলিন প্রতি কিলোমিটার অতিক্রম করেছেন গড়ে ৪ মিনিট ৩ সেকেন্ড সময় নিয়ে।
রুটটি শুরু হয়েছিল প্রাদোস দেল এস্তে মহাসড়ক থেকে, শেষ হয় আভেনিদা লাস মার্সিডিজ এলাকায়। ১০ কিলোমিটারজুড়ে তিনি নিজের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার নিদর্শন রেখেছেন।
হোসেলিন ব্রেয়ার এই অংশগ্রহণ আমাদের চোখে তুলে ধরে—মাতৃত্ব কোনো সীমাবদ্ধতা নয় বরং এক নতুন শক্তি, নতুন অধ্যায়ের সূচনা।
তার দৌড় শুধু এক প্রতিযোগিতা নয়, বরং নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা এবং মাতৃত্বকালীন জীবনধারার প্রতি এক ইতিবাচক বার্তা।
মন্তব্য করুন
