

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্ম ধরে রাখল আল নাসর। ঘরের মাঠে আল খালিজের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ম্যাচে চমক দেখিয়েছেন নিজেও একটি মার্ভেলাস বাইসাইকেল কিকে নাম লিখিয়েছেন স্কোরশিটে।
রোববার অনুষ্ঠিত এ ম্যাচে শেষ মুহূর্তে যোগ করা সময়ে দর্শকদের দাঁড় করিয়ে দেওয়া সেই গোলটি করেন পর্তুগিজ সুপারস্টার। তার বাইসাইকেল শটটি অনেকের মনে করিয়ে দেয় জুভেন্টাসের জার্সিতে সাত বছর আগে করা তার বিখ্যাত সেই গোলের কথা।
রোনালদোর আগে আল নাসরের পক্ষে গোল উৎসব শুরু করেন জোয়াও ফেলিক্স। এরপর ওয়েসলি ও সাদিও মানেও যোগ দেন তালিকায়। শেষদিকে রোনালদোর চোখধাঁধানো গোলটি জয়ের ব্যবধান আরও বড় করে দেয়।
এ জয়ের ফলে ব্যক্তিগত অর্জনেও নতুন মাইলফলকের দিকে আরও এক ধাপ এগোলেন রোনালদো। ক্যারিয়ারে তার গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৫৪টিতে। চলতি মৌসুমে লিগে ৯ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে এক ধাপ ওপরে তারই সতীর্থ জোয়াও ফেলিক্স।
লিগ টেবিলে আল নাসর এগিয়ে যাচ্ছে দুর্দান্ত ধারাবাহিকতায়। ৯ ম্যাচে সর্বোচ্চ ২৭ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। আর সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল।
মন্তব্য করুন
