

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২২ বছর পর ভারতের বিপক্ষে ঘরের মাঠে দারুণ এক জয় পায় বাংলাদেশ।
এই জয়ের পর এবার সুখবরও পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে হামজা চৌধুরীদের।
বুধবার (১৯ নভেম্বর) রাতে হালনাগাদকৃত তালিকায় তিন ধাপ উপরে উঠেছে বাংলাদেশ। ১৮৩ থেকে এখন লাল-সবুজের প্রতিনিধিদের অবস্থান ১৮০ নম্বরে।
গত ৯ বছরে এটিই বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং। এর আগে, সর্বশেষ ২০১৬ সালের মার্চে ১৭৭ নম্বরে ওঠেছিল লাল–সবুজরা। ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, জয় পাওয়ার পর তা ৯১১-এ দাঁড়ায়।
বিপরীতে, বাংলাদেশের কাছে হেরে ভারতের ১৮ পয়েন্ট কমেছে, এতে ১৩৬ থেকে ১৪২ নম্বরে নেমে গেছে তারা।
অবশ্য র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড; তাদের অবস্থান ধরে রেখেছে। তবে দুই ধাপ এগিয়ে ৭ থেকে ৫ নম্বরে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
মন্তব্য করুন
