

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লা লিগায় রোমাঞ্চকর এক রাতে রবার্ট লেওয়ানডস্কির হ্যাটট্রিকে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা।
রোববার রাতে বালাইদোস স্টেডিয়ামে সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে তিন পয়েন্টে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কাতালানরা। দশম মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। কিন্তু এক মিনিট পরেই প্রতিপক্ষ ডিফেন্ডার সার্জিও কারেইরার গোলে সমতায় ফেরে সেল্টা।
৩৭তম মিনিটে মার্কাস র্যাশফোর্ডের নিখুঁত পাস থেকে দ্বিতীয়বারের মতো জাল খুঁজে পান পোলিশ তারকা, ফের এগিয়ে দেন বার্সাকে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বোর্জা ইগলেসিয়াসের গোলে ম্যাচ আবারও ২-২ এ সমতায় ফিরে আসে।
তবু বিরতির আগে দেখা মেলে তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের জাদুর। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দেন এই কিশোর ফুটবলার। মৌসুমে এটি তার চতুর্থ গোল, আর এই গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা মন্থর হলেও, ৭৩তম মিনিটে আবারও আলো ছড়ান লেওয়ানডস্কি। র্যাশফোর্ডের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করে জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানেই মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ রায়ো ভালেকানোর মাঠে গোলশূন্য ড্রয়ে থেমে গেছে। পুরো ম্যাচে আধিপত্য দেখালেও এমবাপে, ভিনিসিয়ুস কিংবা বেলিংহ্যাম কেউই গোলের দেখা পাননি। ফলে শীর্ষে থাকা সত্ত্বেও বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে এসেছে তিনে।
মন্তব্য করুন
