সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গার্দিওলার হাজারতম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানচেস্টার সিটি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:১১ এএম
পেপ গার্দিওলার ১০০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি
expand
পেপ গার্দিওলার ১০০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট দ্বৈরথে পেপ গার্দিওলার ১০০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি।

রোববার রাতে নিজেদের মাঠে ৩-০ গোলে লিভারপুলকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষের কাছাকাছি চলে এল সিটিজেনরা।

লিগের ইতিহাসে প্রতিপক্ষ হিসেবে লিভারপুলের বিপক্ষে প্রতিটি ম্যাচই থাকে রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

শুরুতেই সুযোগ পেলেও আর্লিং হালান্ডের পেনাল্টি শট রুখে দেন লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলি। যদিও এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড পরেই নিজের ভুলের প্রতিকার করেন দারুণ এক হেডে। এটি ছিল তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ৯৯তম গোল।

লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। বরং বিরতির ঠিক আগে ভাগ্যের সহায়তায় দ্বিতীয় গোল পেয়ে যায় সিটি নিকো গঞ্জালেসের শট ফন ডাইকের গায়ে লেগে দিক বদলে জাল স্পর্শ করে।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে স্বাগতিকরা। নিকো ও’রিলির নিখুঁত পাস থেকে ৬৩ মিনিটে বাঁকানো শটে গোল করে ব্যবধান ৩-০ করেন জেরেমি ডকু। জানুয়ারির পর এটি ছিল তার প্রথম লিগ গোল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন