

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ৪০ বছরে এখনও স্বপ্ন দেখেন, ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার। যদিও সেই স্বপ্ন বাস্তবে পূরণ করা কঠিন, তবে আরেকটি বড় ধাপ পার করেছেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র।
১৫ বছর বয়সি রোনালদোর বড় ছেলে অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হয়েছে বৃহস্পতিবার রাতে। এর আগে তিনি খেলতেন অনূর্ধ্ব-১৫ দলে।
তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশন্স কাপ-এর প্রথম ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল ২-০ গোলে জয়ী হয়। যোগ করা সময়ে বদলি হিসেবে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। যদিও অভিষেকে অনেক সময় ও সুযোগ পায়নি নিজের দক্ষতা প্রদর্শনের জন্য, বিজয়ী দলের সদস্য হিসেবে মাঠ ছাড়ায় তিনি খুশি।
পরবর্তী ম্যাচে ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে আরও বেশি সময় খেলানোর প্রতিশ্রুতি দিয়েছেন কোচ। অনূর্ধ্ব-১৫ দলে অভিষেকের পর ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে জাতীয় দলে নিজের যোগ্যতা দেখিয়েছিলেন ক্রিশ্চিয়ানো জুনিয়র।
বর্তমানে তিনি ক্লাব ফুটবলে আল নাসর একাডেমি-এর হয়ে খেলছেন। ফরোয়ার্ড হিসেবে পারফরম্যান্স দিয়ে ভবিষ্যতে বাবার স্বপ্নপূরণের পথে আরও এগোবেন বলে ধারণা ফুটবল বিশেষজ্ঞদের।
মন্তব্য করুন
