শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ড যেন ওয়ানডে খেলতে ভুলেই গেছে

ট্রাইব্যুনালে জবানবন্দিতে নাহিদ ইসলাম
এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
expand
ইংল্যান্ড যেন ওয়ানডে খেলতে ভুলেই গেছে

সাম্প্রতিক সময়ের ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের পারফরম্যান্স যেন একেবারে ছন্নছাড়া। একের পর এক ম্যাচে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ছে রীতিমতো তাসের ঘরের মতো।

কখনও এক-দুজন ব্যাটার সামান্য প্রতিরোধ গড়ছেন, কিন্তু বেশিরভাগ সময়ই দলটা একেবারে ভরাডুবির মুখে পড়ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ইংল্যান্ড ভেঙে দিয়েছে বাংলাদেশের ৩৭ বছর আগের এক ‘লজ্জাজনক বিশ্বরেকর্ড’।

সিরিজের তিন ম্যাচেই ইংলিশ টপ অর্ডার ব্যর্থতার চরম নজির গড়েছে। প্রথম চার ব্যাটার মিলে তিন ম্যাচে মোটে ৮৪ রান করতে পেরেছেন। দ্বিতীয় ম্যাচে এ চারজনের সম্মিলিত রান ছিল সবচেয়ে বেশি— ৫৭। প্রথম ম্যাচে তারা করেছিলেন মাত্র ৬, আর তৃতীয় ও শেষ ম্যাচে এসেছে ২১ রান।

এই ব্যর্থতার ধারাবাহিকতায় চারে নেমে হ্যারি ব্রুকও রক্ষা পাননি। আগের দুই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করে যথাক্রমে ১৩৫ ও ৩৪ রান করলেও, আজ চারে নেমে করেছেন মাত্র ৬ রান।

ক্রিকেট ইতিহাসে শীর্ষ চার ব্যাটারের এমন দুরবস্থা বহুদিন দেখা যায়নি। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৮৮ সালের এশিয়া কাপে, যেখানে বাংলাদেশের টপ অর্ডার তিন ম্যাচে সম্মিলিতভাবে তুলেছিল ৮৯ রান। এবার ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজে মাত্র ৮৪ রান করে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল— অর্থাৎ বাংলাদেশের ৩৭ বছরের পুরোনো ‘লজ্জা’ মুছে দিল দলটি।

তিন ম্যাচের সিরিজে অন্তত তিন ইনিংসে ব্যাট করা শীর্ষ চার ব্যাটারের সর্বনিম্ন রানের রেকর্ডের তালিকায় এখন ইংল্যান্ডের অবস্থান এক নম্বরে।

এই তালিকার অন্য দুই এন্ট্রিতেও রয়েছে বাংলাদেশের নাম। ২০১১ সালে পাকিস্তান সিরিজে বাংলাদেশের টপ অর্ডার তিন ম্যাচে তুলেছিল মাত্র ১০১ রান, যা এই তালিকায় চতুর্থ স্থানে।

তৃতীয় স্থানে রয়েছে ২০০৯ সালে বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ে, যাদের শীর্ষ চার ব্যাটার তিন ম্যাচে সম্মিলিতভাবে করেছিলেন মাত্র ১০০ রান।

সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সাম্প্রতিক ব্যাটিং ধস শুধু দলের জন্য নয়, ওয়ানডে ইতিহাসের জন্যও এক হতাশার অধ্যায় হয়ে রইল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন