রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডকে সহজেই হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্সে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিলেটের মতো মিরপুরেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরো সময়টাই স্বাগতিকদের হাতে।

মুশফিকুর রহিমের শততম টেস্টের চতুর্থ দিনের শেষেই ম্যাচের ফল নিয়ে কোনো প্রশ্ন ছিল না। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে আইরিশরা, যেখানে তাদের সামনে দাঁড়ায় ৫০৯ রানের বিশাল লক্ষ্য।

দিনের শুরুতে কয়েকটি উইকেট পড়লেও এরপর লড়াইয়ের ইঙ্গিত দেন কার্টিস ক্যামফার। ২৫৯ বল মোকাবিলা করে অপরাজিত ৭১ রানে তিনি দলের প্রতিরোধ টিকিয়ে রাখার চেষ্টা করেন। তার উপস্থিতিতে একসময় মনে হচ্ছিল ড্রয়ের স্বপ্ন হয়তো খুব দূরের ছিল না আয়ারল্যান্ডের জন্য।

কিন্তু চা বিরতির আগেই আইরিশরা থেমে যায় ২৯১ রানে (১১৩.৩ ওভার)। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ চারটি করে উইকেট নেন। হোয়ে করেন ১০৪ বলে ৩৭ রান।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪৭৬ রান। স্বাগতিকদের হয়ে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। জবাবে তাইজুলের ঘূর্ণিতে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিক অপরাজিত থাকেন ৫৩ রানে, আর জয়, সাদমান ও মুমিনুল যথাক্রমে ৬০, ৭৮ ও ৮৭ রান করেন।

সিরিজের উভয় ম্যাচে ধারাবাহিক আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত শূন্য হাতে মাঠ ছাড়ল আয়ারল্যান্ড, আর বাংলাদেশ তুলে নিল আরেকটি সুন্দর হোয়াইটওয়াশ জয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন