

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে আবারও শ্রেষ্ঠত্ব দেখাল পাকিস্তান।
শনিবার (২২ নভেম্বর) পাওয়া এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে বাবর আজমের দল।
টস জিতে আগে ব্যাট করতে পাঠানো হয় শ্রীলঙ্কাকে। শুরু থেকেই ব্যাটাররা ছন্দ খুঁজে পায়নি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১২৮ রান। ইনিংসের মাঝপথে জানিথ লিয়ানাগে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ৩৮ বলে ৪১ রানে দলকে টেনে নিয়ে যান। তার বাইরে কুশাল পেরেরা ২৫, কামিল মিশরা ২২, পাতুম নিশাঙ্কা ১৭ এবং হাসারাঙ্গা ১১ রান যোগ করেন।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ নওয়াজ। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনি শিকার করেন ৩ উইকেট। এছাড়া সালমান মির্জা, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ একটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ইনিংসের শুরু থেকেই মারমুখী ব্যাটিং উপহার দেয়। ওপেনিং জুটি হিসেবে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব দলকে এনে দেন দুরন্ত সূচনা; প্রথম ৫ ওভারেই স্কোরবোর্ডে যোগ হয় ৪৭ রান।
আইয়ুব ২০ রানে আউট হলেও এর পর দ্রুত উইকেট পড়ে বাবর আজম ১৬ রান করেন এবং পরের বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন অধিনায়ক সালমান আলী আগা।
তবে অন্যপ্রান্তে ফারহান একাই ম্যাচের গতি পাল্টে দেন। ৪৫ বল মোকাবিলা করে অপরাজিত ৮০ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি দলকে সহজ জয়ের পথ দেখান। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ৫টি ছক্কা।
শ্রীলঙ্কার পক্ষে চামারা ২টি ও শানাকা ১টি উইকেট নেন।
মন্তব্য করুন
