রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘরের মাঠে বিলবাওকে উড়িয়ে দিল বার্সেলোনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:০৬ এএম
ফেরান তোরেসের সংগে ইয়ামালের গোল উদযাপন
expand
ফেরান তোরেসের সংগে ইয়ামালের গোল উদযাপন

দীর্ঘ অপেক্ষার অবসান শেষে অবশেষে নিজেদের ঐতিহাসিক ঘরে ফিরেছে বার্সেলোনা। প্রায় দুই বছর তিন মাস পর স্পোটিফাই ক্যাম্প ন্যুতে মাঠে নেমেই দারুণ জয় তুলে নিয়েছে কাতালুনিয়ান ক্লাবটি।

শনিবার (২২ নভেম্বর) রাতে লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে প্রত্যাবর্তন উদযাপন করে হ্যান্সি ফ্লিকের দল। দলের হয়ে জোড়া গোল করেন স্প্যানিশ তারকা ফেররান তোরেস।

ম্যাচের শুরুতেই বার্সা এগিয়ে যায়। চতুর্থ মিনিটে ডান দিক থেকে পাওয়া পাস ধরে অসাধারণ ফিনিশে বিলবাওয়ের জালে মৌসুমের সপ্তম লিগ গোলটি করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। শুরুতেই লিড নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বার্সেলোনা।

প্রথমার্ধের ৩২তম মিনিটে তোরেসের নেওয়া শট থেকে গোল না এলেও যোগ করা সময়ে তিনি নিজের ভুল শোধরান। বক্সের ভেতর দুর্দান্ত নিয়ন্ত্রণে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২-০ লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কাতালুনিয়ানরা। দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিট পর, অর্থাৎ ৪৮ মিনিটে ফারমিন লোপেজের দারুণ শটে তৃতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। এতে কার্যত ম্যাচ বার্সেলোনার দিকেই ঝুঁকে পড়ে।

এর কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় বিলবাও। ৫৪ মিনিটে ওহিয়ান সানচেজ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। সংখ্যাগত দিক থেকে পেছিয়ে পড়া বিলবাও এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ম্যাচের শেষ প্রান্তে, ৯০তম মিনিটে আবারও আলো ছড়ান তোরেস। দারুণ এক ফিনিশে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়ে নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুতে উৎসবের আমেজে মাঠ ছাড়ে বার্সেলোনা।

৯১০ দিন পর ঘরের মাঠে ফিরলেও নিরাপত্তার কারণে প্রতিপক্ষ বিলবাও সমর্থকরা স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেননি। তাই দিনটি যেন সম্পূর্ণভাবে বার্সেলোনা সমর্থকদের উৎসবেই রূপ নেয়।

১৩ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ গোল ব্যবধানে পিছিয়ে আছে দুই নম্বরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন