

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা টেস্টের নিয়ন্ত্রণ এখন দৃঢ়ভাবে বাংলাদেশের হাতে। মুশফিকুর রহিম ও লিটন দাসের দারুণ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রানের শক্ত ভিত্তি গড়ে টাইগাররা। জবাবে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে টিকতে পারেনি তাইজুল ইসলাম ও হাসান মুরাদের ঘূর্ণিজাদুর সামনে-২৬৫ রানে থেমে যায় তাদের ইনিংস।
ফলে ২১১ রানের লিড তুলে নেয় বাংলাদেশ। ফলো-অন করানোর সুযোগ থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংস না দিয়ে নিজেদের ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন।
শুক্রবার (২১ নভেম্বর) তৃতীয় দিনের খেলা শুরু হয় আইরিশ ওপেনার লোরকান টাকার ১১ ও স্টিফেন ডোহানির ২ রান নিয়ে। দিনের প্রথম সেশনে দুজনই বেশ ধৈর্য ধরে ব্যাট করেন। শুরুতে কোনো চাপ না নিয়ে ৮১ রানের কার্যকর জুটি উপহার দেন তারা।
দলীয় ১৭৫ রানে ডোহানি যখন ৭৭ বলে ৪৬ রান করে ফেরেন, তখনই আইরিশ ইনিংসে প্রথম ভাঙন ধরে। ক্রিজে নামতেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান অ্যান্ডি বালবির্নি, যা আয়ারল্যান্ডকে আরও চাপে ফেলে।
পরে টাকারের সঙ্গে জুটি গড়েন জর্ডান নেইল। দুজন মিলে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে দলের সংগ্রহ এগিয়ে নেন। টাকার অর্ধশতক স্পর্শ করলেও নেইল ব্যক্তিগত ৪৯ রানে বিদায় নেন।
এক প্রান্ত রক্ষা করে টাকার লড়াই চালিয়ে গেলেও অন্য পাশে নিয়মিত বিরতিতে উইকেট ঝরতে থাকে। শেষ পর্যন্ত ৮৮.৩ ওভারে আয়ারল্যান্ডের ইনিংস থেমে যায় ২৬৫ রানে। টাকার অপরাজিত থাকেন ১৭১ বলে লড়াকু ৭৫ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম নেন সর্বোচ্চ ৪ উইকেট। হাসান মুরাদ ও খালেদ আহমেদ শিকার করেন ২টি করে উইকেট।
মন্তব্য করুন
