

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিকান্দার রাজা নেতৃত্বাধীন দলটি শ্রীলঙ্কাকে একেবারে চূর্ণবিচূর্ণ করে দেয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠায় লঙ্কানদের ভারপ্রাপ্ত অধিনায়ক দাসুন শানাকা।
ব্যাট হাতে জিম্বাবুয়ে ধীরস্থিরভাবে রান তোলে এবং ছোট ছোট জুটিতে এগিয়ে যায়। ইনিংসের অন্যতম স্তম্ভ সিকান্দার রাজার ৩২ বলে ৪৭ রান এবং ব্রায়ান বেনেটের ৪২ বলে ৪৯ রানের ইনিংস। তাদের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি উইকেট দখল করে সবচেয়ে সফল ছিলেন। এছাড়া দুসমন্থা চামিরা তুলে নেন দুটি উইকেট।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ধাক্কা সামলাতেই হিমশিম খায় লঙ্কান ব্যাটাররা। মাত্র ২৯ রানের মধ্যে চার ব্যাটার প্যাভিলিয়নে ফিরলে চাপ আরও বাড়ে। এরপর দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করলেও বড় বিপর্যয় আর ঠেকানো যায়নি। শানাকা ২৫ বলে ৩৪ রান করলেও রাজাপাকসে থামেন মাত্র ১১ রানে। পুরো দল গুটিয়ে যায় ৯৫ রানে, ফলে ৬৭ রানের বিশাল জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্র্যাড ইভান্স ছিলেন অসাধারণ। তিনি তিনটি উইকেট শিকার করেন। এনগারাভা তুলে নেন আরও দুটি উইকেট।
মন্তব্য করুন
