সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের যুবারা ভারতকে পাত্তাই দিল না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম
পাকিস্তানী যুবারা
expand
পাকিস্তানী যুবারা

গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানকে পরপর তিনবার হারিয়ে হ্যাটট্রিক করেছিল ভারত।

এবার দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টার এশিয়া কাপে পাকিস্তানের যুব ক্রিকেটাররা প্রতিশোধ নিল। দুই দল মুখোমুখি হয়, এবং ভারত ‘এ’ দল ১৩৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে পাকিস্তান ‘এ’ দল মাজ সাদাকাতের ব্যাটিংয়ে ৮ উইকেটে জয় পায়। এক রকম পাত্তা না দিয়ে উড়িয়ে দিলো ভারতকে।

কাতারের দোহায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। উবেদ শাহের প্রথম বলেই চার মেরে শুরুটা ভালো করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। তবে এরপর উইকেট হারানোর ধারা শুরু হয়। চতুর্থ ওভারে শহিদ মুকিম ভারতের ওপেনার প্রিয়াংশ আর্যকে আউট করেন।

বৈভব সূর্যবংশী চেষ্টা করেছিলেন বড় শট মারার, কিন্তু পিচ ধীরগতির হওয়ায় এবং বল ঠিকভাবে ব্যাটে আসার কারণে বড় ইনিংস খেলতে পারেননি। ২৮ বলে পাঁচটি চার ও তিনটি ছয় হাঁকিয়ে তিনি ৪৫ রানে আউট হন। নমন ধীরও ২০ বলে ৩৫ রান করে আউট হন। এরপর ভারতের ইনিংস ধীরে ধীরে ভেঙে পড়ে, হর্ষ দুবে ১৯ রান করলেও দল বড় স্কোর করতে পারেনি। ১৯ ওভারের মধ্যে ভারত ১৩৬ রানে অলআউট হয়।

এই লক্ষ্য পাকিস্তানের কাছে তেমন কঠিন ছিল না। ব্যাট করতে নেমে মাজ সাদাকাত ৪৭ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন, সাতটি চার এবং চারটি ছয়ের সাহায্যে দলকে জয় এনে দেন। ভারতের বোলারদের লাইন-লেংথ ঠিক থাকায় পাকিস্তান সহজে রান তুলতে পারে। ভারতের হয়ে এক উইকেট নেন যশ ঠাকুর ও সুযশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন