সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল পাকিস্তান। ছবি: সংগৃহীত
expand
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল পাকিস্তান। ছবি: সংগৃহীত

পাকিস্তান সফর শ্রীলঙ্কার জন্য যেন ভুলে যাওয়ার মতো এক অধ্যায় হয়ে থাকল। প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও কোনো প্রতিরোধ গড়তে পারল না কুশল মেন্ডিসের দল।

রাওয়ালপিন্ডিতে ৩-০ ব্যবধানে সিরিজ হার নিশ্চিত করল তারা। এই সাফল্য পাকিস্তানের মনে আবারও স্মরণ করিয়ে দিল ২০১৭ সালে লঙ্কানদের ৫-০তে উড়িয়ে দেওয়ার সেই সিরিজের কথা।

আজকের ম্যাচে দুই দলের লক্ষ্য ছিল বিপরীত শ্রীলঙ্কার সামনে ছিল সম্মান বাঁচানোর চ্যালেঞ্জ, আর পাকিস্তানের উদ্দেশ্য ছিল ক্লিন সুইপ নিশ্চিত করা।

তুলনামূলকভাবে কম রানের ম্যাচে শেষ পর্যন্ত জয়টা গেল স্বাগতিকদের ঝুলিতেই। ২১১ রানের টার্গেট তারা ছুঁয়েছে ৩২ বল আগেই, ৬ উইকেট হাতে রেখে।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম বল থেকেই ধাক্কা খায় পাকিস্তান। আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হওয়া উইকেটরক্ষক-ব্যাটার হাসিবুল্লাহ খান কোনো রান না করেই সাজঘরে ফেরেন। মাত্র ৮ রানে প্রথম উইকেট হারালেও ইনিংস গোছাতে থাকেন ফাখার জামান। দ্বিতীয় ম্যাচে ৭৮ রান করা এই বাঁহাতি ওপেনার আবারও খেলেন দায়িত্বশীল ইনিংস অর্ধশতক পূর্ণ করে ৫৫ রানে বিদায় নেন তিনি।

অন্যদিকে আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা বাবর আজম আজ নিজের ছন্দ ধরে রাখতে পারেননি। সেট হয়ে যাওয়ার পরও জেফরি ভ্যান্ডারসের নিখুঁত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ৩২ রানে। এরপর সালমান আলী আগা উইকেটে এসে দলকে আরও বিপদে ফেলেন—খেলাই জমাতে পারেননি, হুট করে আউট হয়ে ফেরত যান।

এই ছোটখাট ধাক্কায় ভড়কে যাননি মোহাম্মদ রিজওয়ান। নিখুঁত টাইমিং, সঠিক শট বাছাই আর শান্ত মেজাজে ইনিংসকে এগিয়ে নিতে থাকেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬১ রানে দলকে জয়ে পৌঁছে দেন পাকিস্তানের এই নির্ভরযোগ্য ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম ফিফটি উদযাপন করেই ম্যাচ শেষ করেন রিজওয়ান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে একের পর এক ছোট ছোট পার্টনারশিপ গড়ে লড়াইয়ের স্কোর গড়ার চেষ্টা করে শ্রীলঙ্কা। টপ অর্ডারের পাঁচ ব্যাটারই দুই অঙ্কের রান করেন, কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। সাদেরা সামারাবিক্রমা সর্বোচ্চ ৪৮ রানে থামেন। তার আগেরভাগেই মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, ও অন্যান্য বোলারের নিয়ন্ত্রিত আক্রমণে একাধিকবার চাপে পড়ে লঙ্কান ব্যাটাররা।

শেষদিকে লোয়ার অর্ডার থেকে আশানুরূপ সহায়তা না পাওয়ায় ২১১ রানের বেশি যেতে পারেনি শ্রীলঙ্কা। যা শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে টিকল না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন