রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে ৯৩ রানে গুটিয়ে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কলকাতার ইডেন গার্ডেনে শেষ পর্যন্ত দমবন্ধ করা উত্তেজনা ভারতের হাতে বাকি মাত্র তিন উইকেট, প্রয়োজন আরও ৪৭ রান।

কিন্তু পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে ছিল বাস্তবতা চোটে মাঠের বাইরে শুবমান গিল, কার্যত মাত্র দুই ব্যাটার নিয়ে টিকে ছিল ভারত।

স্টেডিয়ামের গ্যালারি তখন তাকিয়ে ছিল অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরার দিকে। ভারতের আশার শেষ আলোও ছিল তাদের ব্যাটে।

ঠিক এই সময়েই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা নেন অপ্রত্যাশিত এক সিদ্ধান্ত। ডানহাতি ব্যাটার অক্ষরের বিপক্ষে তিনি আক্রমণে আনলেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে। কমেন্ট্রি বক্সে সঙ্গে সঙ্গে আলোচনা শুরু একই হাতের বোলারকে এনে কি ভুল করলেন বাভুমা?

কিন্তু অক্ষর যেন সুযোগ দেখে আরও আগ্রাসী হয়ে ওঠেন। মহারাজের প্রথম চার বলেই তুলে মারেন দুই ছক্কা ও একটি চার। ভারতীয় ড্রেসিংরুমে মুহূর্তেই ফিরে আসে জয়ের স্বপ্ন, আর প্রোটিয়া শিবিরে চাপ বাড়তে থাকে।

কিন্তু পরের একটি বলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মহারাজের পঞ্চম বলে বড় শট খেলতে গিয়ে অক্ষর বাউন্ডারি লাইনের বদলে বলটা তুলে বসান বাভুমার হাতেই। আউট হয়ে ফেরেন ১৭ বলে ২৬ রান করে।

পরের ডেলিভারিতেই মহারাজের তীক্ষ্ণ টার্নে ব্যাট ছুঁতেই না পেরে স্লিপে ক্যাচ দেন মোহাম্মদ সিরাজ। চোখের পলকেই ভারত গুটিয়ে যায় ৯৩ রানেই।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা থেমেছিল ১৫৯ রানে। ভারত জবাবে ১৮৯ রান করে পায় ৩০ রানের লিড। দ্বিতীয় ইনিংসে বাভুমার লড়াকু ৫৫ রানে ভর করে প্রোটিয়ারা সংগ্রহ করে ১৫৩ রান, ভারতের সামনে রাখে ১২৪ রানের লক্ষ্য।

কিন্তু নিজেদের পরিচিত উইকেটেই হার্মার–মহারাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় ব্যাটাররা। তিন অঙ্ক ছোঁয়ার আগেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

ভারতের মাটিতে এত কম লক্ষ্য তাড়ায় হারের ঘটনা বিরল-২০০৪ সালে মুম্বাই টেস্টে অস্ট্রেলিয়া ১০৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে অলআউট হয়েছিল ৯৩ রানে। তার পর আবার এমন দৃশ্য দেখা গেল ইডেনে।

১৫ বছর পর ভারতের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম বিদেশের মাটিতে ভারতের বিপক্ষে লাল বলের ম্যাচে জয় তুলে নিল প্রোটিয়ারা। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন