

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দ বজায় রেখে জর্জিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে স্পেন। গ্রুপ ‘ই’-তে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৫ পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে লা রোহা।
ম্যাচের শুরুতেই লিড নেয় স্পেন। ১১তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ডের গোলে এগিয়ে যাওয়ার পর মাত্র ১১ মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্দি। ফাবিয়ান রুইজের নিখুঁত থ্রু পাস থেকে বল পেয়ে জালে পাঠান আর্সেনাল মিডফিল্ডার।
৩৪ মিনিটে ব্যবধান আরও বাড়ে। ডান দিক থেকে উঠে আসা আক্রমণে বল পেয়ে ফেরান তোরেস স্পেনকে ৩-০ ব্যবধানে নিয়ে যান। প্রথমার্ধেই ম্যাচের ফল অনেকটা নির্ধারিত হয়ে যায়।
বিরতির পরও আক্রমণাত্মক খেলায় ছন্দ হারায়নি লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ৬৩তম মিনিটে আবারো গোলের দেখা পান ওয়ারজাবাল। নিজের দ্বিতীয় গোলটি করে দলের বড় জয়ে নিশ্চিত করেন তিনি।
এ জয়ের ফলে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে স্পেন। গ্রুপের পরবর্তী ম্যাচে ১৮ নভেম্বর তুরস্কের মুখোমুখি হবে তারা। সে ম্যাচে হারলেও মূল টুর্নামেন্টে খেলার সুযোগ থাকবে স্পেনের।
মন্তব্য করুন
